Last Updated: Sunday, July 8, 2012, 22:43
গোদের উপর বিষফোঁড়ার মতো রাশিয়ার দক্ষিণে অবস্থিত ক্রাসনোদার এলাকায় আছড়ে পড়ল হড়কা বান। শুক্রবার এলাকার একটি জলাধার থেকে আচমকা জল ছেড়ে দেওয়ায় গত কয়েকদিনের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়। তার উপরে সেদিন রাতেই প্রায় ১৮ সেন্টিমিটার বৃষ্টিও হয়েছিল এই এলাকায়।