Last Updated: Thursday, May 10, 2012, 10:04
তৃতীয় দিনে পড়ল এয়ার ইন্ডিয়ার পাইলট ধর্মঘট। আজ সংস্থার ২০টি উড়ান বাতিল ও সূচী পরিবর্তন হয়েছে। এখনও পর্যন্ত বরখাস্ত হয়েছেন মোট ৩৬ জন বিমানচালক। যদিও, চালকদের তরফে আলোচনায় বসার কোনও আগ্রহ দেখা যায়নি। আন্তর্জাতিক উড়ানের আরও ১০০ জন পাইলট ধর্মঘটে যোগ দিয়েছেন বলে খবর।