Last Updated: Saturday, February 9, 2013, 20:25
বারাসতের পর এবার বরানগর। প্রতিবেশী কিশোরীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এক যুবককে গুলি করল দুষ্কৃতীরা। আজ দিনেদুপুরে ঘটনাটি ঘটেছে বরানগরের জনবহুল আরসিআই বাজার এলাকায়। গুলি করার পরই সাইকেল চেপে চম্পট দেয় দুষ্কৃতীরা।