Last Updated: Friday, January 25, 2013, 17:18
অনলাইন আসতে চলেছে বরুণ বহেল+করণ জোহর ডিজাইনার ব্র্যান্ড। এবার থেকে অনলাইনে ডিজাইনার পারনিয়া কুরেশির পপ-আপ শপে পাওয়া যাবে বরুণ-করণের ডিজাইন করা ছেলেদের ক্যাজুয়াল শার্টের সম্ভার। সাদা, ধূসর, গাঢ নীল আর কালো রঙে মিলবে শার্টের সম্ভার।