Last Updated: Saturday, February 23, 2013, 16:41
চিডিদের গোলক্ষুধার শিকার এবার মহামেডান স্পোর্টিং। ঘরোয়া লিগের বড় ম্যাচে ইস্টবেঙ্গল দিল আধডজন গোল। সব মিলিয়ে ইস্টবেঙ্গলকে এখন গোলবেঙ্গল বলাই যায়। শনিবাসরীয় দুপুরে যুবভারতীকে গোল উত্সবে ভাসিয়ে দিয়ে ইস্টবেঙ্গল ৬-১ গোলে জিতল মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে।