বসন্ত সিংহ রায় - Latest News on বসন্ত সিংহ রায়| Breaking News in Bengali on 24ghanta.com
কাঠমাণ্ডুতে নামিয়ে আনা হল বসন্ত সিংহ রায়কে

কাঠমাণ্ডুতে নামিয়ে আনা হল বসন্ত সিংহ রায়কে

Last Updated: Saturday, May 25, 2013, 13:37

নেপালের ধৌলাগিরি পর্বত অভিযানে গিয়ে তুষার ঝড়ে আটকে পড়া এভারেস্টজয়ী পর্বতারোহী বসন্ত সিংহরায়কে নিয়ে আসা হল কাঠমান্ডুতে। তাঁকে ভর্তি করা হয়েছে হাসাপাতালে। অন্য পর্বতারোহী দেবাশিস বিশ্বাসকেও বেস ক্যাম্পে নামিয়ে আনা হয়েছে। পর্বতারোহীদের গোটা দলকে কলকাতায় ফিরিয়ে আনতে পরিবারকে নিয়ে আজই কাঠমান্ডু পৌঁছে গিয়েছে ম্যাকের একটি দল। 

এভারেস্ট জয়ী বসন্ত সিংহ রায়ের খোঁজ মিলল

এভারেস্ট জয়ী বসন্ত সিংহ রায়ের খোঁজ মিলল

Last Updated: Friday, May 24, 2013, 18:12

নিঁখোজ এভারেস্ট জয়ী পবর্তারোহী বসন্ত সিংহ রায়। সাত দিন আগে ধৌলাগিরি আরোহণে বেড়িয়েছিলেন এভারেস্ট জয়ী এই পর্বতারোহী। তারপর থেকে নিখোঁজ বসন্ত। ৭ দিন আগে বসন্ত সিংহ রায় রওনা হন বেস ক্যাম্প থেকে। ২২ মে থেকে নিখোঁজ তিনি। তাঁর খোঁজে পাঠানো হয়েছে হেলিকপ্টার।