বাঁধ ভাঙা চাঁদ - Latest News on বাঁধ ভাঙা চাঁদ| Breaking News in Bengali on 24ghanta.com
বাঁধ ভাঙা চাঁদ

বাঁধ ভাঙা চাঁদ

Last Updated: Sunday, May 6, 2012, 22:04

রবিবারই এবছরের পূর্ণিমার চাঁদ সবচেয়ে বড় আর উজ্জ্বল হয়ে দেখা দিয়েছে আকাশে। বিজ্ঞানীরা একেই বলছেন সুপার মুন। এ বছরের অন্যান্য দিনের পূর্ণিমার চাঁদের থেকে এই সুপার মুন প্রায় ১০ শতাংশ বড় এবং ২৫ শতাংশ বেশি উজ্জ্বল।