বাংলার রেল বাজেট - Latest News on বাংলার রেল বাজেট| Breaking News in Bengali on 24ghanta.com
অনুষ্ঠান নয়, বাংলা চায় `বাস্তব` রেল বাজেটে

অনুষ্ঠান নয়, বাংলা চায় `বাস্তব` রেল বাজেটে

Last Updated: Tuesday, February 26, 2013, 10:05

অর্থ সঙ্কটে ধুঁকছে ভারতীয় রেল। তার সঙ্গে যোগ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রেলের বিভিন্ন অনুষ্ঠানের বিপুল খরচের বোঝা। জাকজমকপূর্ণ সেই সব অনুষ্ঠানে খরচের বহর দেখে বর্তমান মন্ত্রী থেকে রেল বোর্ডের কর্তাদের চক্ষু চড়কগাছ।