বামুনঘাটায় হামল - Latest News on বামুনঘাটায় হামল| Breaking News in Bengali on 24ghanta.com
সোমবারই ঠিক হয়েছিল হামলা হবে বামুনঘাটায়

সোমবারই ঠিক হয়েছিল হামলা হবে বামুনঘাটায়

Last Updated: Wednesday, January 9, 2013, 21:51

ঠিক কী ঘটনা ঘটেছিল মঙ্গলবার বামনঘাটায়? সিপিআইএমের কর্মী সমর্থকদের গাড়ির ওপর হামলার সময় কী করছিলেন বিতর্কের কেন্দ্রে থাকা তৃণমূল নেতা আরাবুল ইসলাম? স্থানীয় সূত্রের খবর থেকেই জানা গিয়েছে মঙ্গলবারের ঘটনায় ভাঙড়ের প্রাক্তন বিধায়কের উপস্থিতির বিবরণ।