Last Updated: Monday, January 30, 2012, 23:35
বিশ্বফুটবল ইতিহাসে প্রথমবার নিলামে তোলা হল ফুটবলারদের। আর সেই নিলামে অংশগ্রহণ করলেন বিশ্বকাপাররা। কলকাতায় প্রিমিয়ার সকার লিগের পাঁচ আইকন ফুটবলারকে নিলামে কিনলেন বারাসত, শিলিগুড়ি, কলকাতার মত ফ্র্যাঞ্চাইজিরা।