বিএনপির ডাকা বন্‌ধে - Latest News on বিএনপির ডাকা বন্‌ধে | Breaking News in Bengali on 24ghanta.com
বিএনপির ডাকা বন্‌ধে উত্তাল ঢাকা

বিএনপির ডাকা বন্‌ধে উত্তাল ঢাকা

Last Updated: Sunday, April 29, 2012, 21:16

রবিবার বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি ও তাদের শরিকদের ডাকে দু`দিনের বন্‌ধের প্রথম দিনেই রাজধানী ঢাকায় ব্যাপক গণ্ডগোলের খবর পাওয়া গেছে। বিভিন্ন জায়গায় বোমাবাজির ঘটনা সহ সারা দেশ জুড়েই বন্‌ধ সমর্থক ও প্রশাসনের সংঘর্ষ হয়। নিখোঁজ নেতা ইলিয়াস আলীকে উদ্ধারের দাবিতেগত সপ্তাহে তিনদিনের বন্‌ধের পর রবিবার থেকে ফের দ্বিতীয় দফায় এই বন্‌ধ পালন করছে বিরোধীরা।