Last Updated: Saturday, March 15, 2014, 18:29
সোনাম কাপুর, নার্গিশ ফাকরি। এবছর গরম মাসে বলিউডের দুই বিকিনি কন্যা। দুজনেই তাদের সিনেমায় বিকিনি পরে শিরোনামে এসেছেন। সেই বিকিনি এখন তাঁদের দুপ্রান্তে দাঁড় করিয়েছে। বিকিনি বার্তায় খুব অভিমান হয়েছেন অনিল কাপুর কন্যার। আর বিকিনি পরে দারুণ খুশি বলে জানিয়েছেন নার্গিশ।