বিজাপি - Latest News on বিজাপি| Breaking News in Bengali on 24ghanta.com
মোদীকেই প্রধানমন্ত্রী প্রার্থী ঘোষণা করলেন রাজনাথ

মোদীকেই প্রধানমন্ত্রী প্রার্থী ঘোষণা করলেন রাজনাথ

Last Updated: Sunday, July 21, 2013, 17:44

আরও এক বার। শুধু আকটা `না` বলাই যে যথেষ্ট নয়, বিচক্ষণ বুঝেছেন রাজনাথ সিং। তাই রবিবার বিজেপি সভাপতি আরও একবার বলেলেন, `মোদীই যোগ্য`। নিজেকে প্রধানমন্ত্রী দৌড় থেকে সরিয়ে নিয়ে বিজেপি সভাপতি স্পষ্ট করে দিলেন, ২০১৪-র লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী হবেন একমাত্র নরেন্দ্র মোদীই।