Last Updated: Sunday, January 13, 2013, 11:14
বিজেপি সভাপতি নিতীন গড়করির নামে শমন জারি করল আয়কর দফতর। গড়করিকে একুশে জানুয়ারির মধ্যে ব্যক্তিগতভাবে নাগপুরের আয়কর দফতরের সামনে উপস্থিত হতে বলা হয়েছে। বিজেপি সভাপতি এবং তার ঘনিষ্ঠ বেশ কিছু সংস্থার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগের তদন্ত করছে আয়কর দফতর।