Last Updated: Sunday, November 3, 2013, 22:34
অন্ধ্রপ্রদেশের বিজয়নগরমে রেল দুর্ঘটনায় নিহতদের মধ্য ৮ জনের দেহ সনাক্ত হল। মৃতদের বেশিরভাগই ওডিশা এবং ছত্তিশগড়ের বাসিন্দা। শনিবার অন্ধ্র প্রদেশের গোটলাম স্টেশনের কাছে আগুন লাগার গুজব শুনে ট্রেন থামিয়ে রেললাইনে নেমে পড়েছিলেন ওই যাত্রীরা৷ ঠিক তখনই উল্টো দিক থেকে ছুটে আসা বোকারো এক্সপ্রেস অন্তত ১০ জনকে পিষে দিয়ে যায়। আহত হন প্রায় ২০ জন।