Last Updated: Wednesday, October 24, 2012, 20:01
আজ বিজয়া দশমী। কৈলাসের পথে দেবী। তবে সেই মন খারাপের মধ্যেই পুজোর লাস্ট ল্যাপে সামিল মহানগর। সকাল থেকেই মিষ্টিমুখ, সিঁদুর খেলার পাশাপাশি গভীর রাত পর্যন্ত চললো বিসর্জনের পালা।
মহালয়ায় শুরু হয়েছিল আলাপ। বুধবার পৌঁছে গেল অন্তরায়। বাঙালির প্রাণের উত্সব এবছরের মত শেষ। বিদায় বেলায় তাই আকাশে বাতাসেও বিষাদের সুর। দশমীতে মুখভার মহানগরীর।