Last Updated: Tuesday, November 6, 2012, 21:36
পঞ্চায়েত ভোটের আগে আত্মসমালোচনার সুর শোনা গেল রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। গত দেড় বছরে সরকারের পারফরম্যান্সে সাধারণ মানুষের প্রত্যাশা যথাযত পূরণ হয়নি বলেই আমলা ও দলীয় নেতানেত্রী মারফত খবর পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই অবস্থায় আগামী বছরের এপ্রিল-মে মাসে হতে চলা পঞ্চায়েত ভোটের আগে ২০১১-র মতো জন সমর্থন তৈরি করার ডাক দেন নেত্রী। পাশাপাশি, দলের সর্বস্তরে অসন্তোষ মিটিয়ে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিয়েছেন তিনি।