Last Updated: Thursday, September 13, 2012, 17:46
মিশর, লিবিয়া, ইয়েমেন। আরব বসন্তের রেশ কাটতে না কাটতেই বিতর্কিত মার্কিন ছবির প্রতিবাদে ফের অশান্ত হয়ে উঠছে মধ্য প্রাচ্যের বেশ ক`টি দেশ। আজ প্রতিবাদে ইয়েমেনের রাজধানী সানার মার্কিন দূতাবাসে হামলা চালাল বিক্ষোভকারীরা। অন্যদিকে, মিশরের রাজধানী কায়রোতে তৃতীয় দিনে পড়ল ছবিটির প্রবাদে বিক্ষোভ প্রদর্শন।