Last Updated: Monday, July 2, 2012, 23:04
উইম্বলডনে মহিলাদের সিঙ্গালসে ফের অঘটন। ভেনাস উইলিয়ামসের পর উইম্বলডন থেকে ছিটকে গেলেন ফরাসি ওপেন চ্যাম্পিয়ন ও শীর্ষ বাছাই মারিয়া শারাপোভা। জার্মানির সাবাইন লিসিকির কাছে ৬-৪, ৬-৩ সেটে হেরে যান রুশ সুন্দরী। মহিলাদের সিঙ্গলসে কোয়ার্টারে উঠেছেন পেট্রা কিটোভা এবং সেরেনা উইলিয়ামস।