বিদেশে বন্দনা - Latest News on বিদেশে বন্দনা| Breaking News in Bengali on 24ghanta.com
ফরেন মুলুকে মায়ের পুজো

ফরেন মুলুকে মায়ের পুজো

Last Updated: Monday, October 7, 2013, 15:13

বাংলার দিগন্তজোড়া সবুজ মাঠে সাদা কাশ ফুলের  নাচ দেখার সৌভাগ্য হয়ত ওখানে হয় না। শরতের নীল আকাশে তুলোর মত ফুলো ফুলো মেঘ হয়ত পাড়ার মোড়ে মোড়ে ঢাকের শব্দে মাতোয়ারা হয় না। কিন্তু ওখানেও ফোটে কাশ ফুল। এদেশের তুলো মেঘ ওদেশের শরৎ আকাশে শারদীয়া বার্তা পৌঁছে দেয়। হয়ত অন্যরকম, অন্যও কোনওভাবে। আগমনীর বার্তা লুকিয়ে থাকে সেই বার্তাবহ মেঘের মাঝে। সংকেত পাঠায় পুজো আসছে।

 আর সেই সংকেতের ছোঁয়ায় বিদেশ বিভুঁইয়ে থাকা বাঙালিরাও মেতে ওঠেন। জোর কদমে চালান পুজোর প্রস্তুতি। কলকাতা থেকে দূরে তো কী হয়েছে? তাঁদের অনাবিল অনাবিল আবেগে বিদেশের মাটিতেই জন্মনেয় চারদিনের উৎসব মাখা ছোট্ট ছোট্ট কলকাতা।

 উইম্বলডনের কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো থেকে বার্লিনের দেওয়াল, সারা দুনিয়া জুড়ে এখন শয়ে শয়ে কলকাতা হাজির। সারা বিশ্বের বাঙালিরা মেতেছেন নিজেদের মতো করে ছোট্ট ছোট্ট কলকাতা বানিয়ে দুর্গাপুজো করতে।