Last Updated: Wednesday, August 28, 2013, 09:24
আজও পাহাড়ে জনতা কর্মসূচি পালন করছে মোর্চার ছাত্র সংগঠন বিদ্যার্থী মোর্চার সদস্যরা। আগামী পাঁচ দিন তাঁরা এই কর্মসূচি চালাবেন বলে জানানো হয়েছে মোর্চার তরফে। এদিকে পাহাড়ে আন্দোলনের পরবর্তী পদক্ষেপ ঠিক করতে আজই বৈঠকে বসতে চলেছে মোর্চার বিভিন্ন শাখা সংগঠন।