বিদ্যুৎ মাশুল - Latest News on বিদ্যুৎ মাশুল| Breaking News in Bengali on 24ghanta.com
`কেজরিয়ালের ভোঁতা অনশন অস্ত্রে ডরায় না কংগ্রেস `

`কেজরিয়ালের ভোঁতা অনশন অস্ত্রে ডরায় না কংগ্রেস `

Last Updated: Monday, March 4, 2013, 23:00

চলতি মাসের ২৩ তারিখ থেকে দিল্লিতে বিদ্যুৎ ও জলের দাম বৃদ্ধির প্রতিবাদে অনশনের সিদ্ধান্ত নিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। তবে সমাজকর্মী তথা আম আদমি পার্টির প্রধান কেজরিওয়ালের অনশন হুমকিকে আমল দিতে রাজি নয় কংগ্রেস। সোমবার কংগ্রেস মুখপাত্র পি সি চাকো কেজরিওয়ালকে কটাক্ষ করে সাংবাদিকদের বলেন, "কেজরিওয়াল বহুবার আমরণ অনশনের হুমকি দিয়েছেন। একটা মানুষ কতবার মরতে পারেন?" সেইসঙ্গে বারবার অনশন অস্ত্র ব্যবহারের পন্থাকে মানুষ আর গুরুত্ব দেয় না বলে মন্তব্য করেছেন তিনি।