Last Updated: Sunday, January 6, 2013, 09:51
ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যন্ডের বিধানসভা ভোটের প্রস্ততি খতিয়ে দেখতে উত্তর-পূর্বাঞ্চলের তিন রাজ্যে সফর করলেন ভারতের নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। শনিবার একদিনের সফরে ত্রিপুরা সফরে গিয়েছিলেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। এরপর মুখ্য নির্বাচন কমিশনার ভি এস সম্পত মুখোমুখি হন সাংবাদিকদের। বারই মার্চ ত্রিপুরায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।