Last Updated: Thursday, November 7, 2013, 21:10
দলীয় বৈঠক শেষে ফেরার পথে অপহরণ করে মারধর করা হল হুগলিতে সিপিআইএমের প্রাক্তন বিধায়ক বিনয় দত্তকে। তাঁকে খুন করার চেষ্টাও হয় বলে অভিযোগ। আজ সন্ধের দিকে খানাকুলের মোস্তাফাপুরে দলীয় সভায় যোগ দিতে যান বিনয় দত্ত।