Last Updated: Wednesday, March 6, 2013, 17:28
সাহেব, বিবি অওর গ্যাংস্টার রিটার্নসকে `এ` সার্টিফিকেট দিল ভারতীয় সেন্সর বোর্ড। তিঘমাংশু ধুলিয়ার ছবি সাহেব, বিবি অ্যান্ড গ্যাংস্টার রিটার্নস ২০১১ সালে মুক্তি পাওয়া সাহেব, বিবি অ্যান্ড গ্যাংস্টারের সিক্যোয়েল। অতিরিক্ত যৌনতা প্রদর্শনের জন্য বিতর্কের মুখে পড়েছিল সাহেব, বিবি অওর গ্যাংস্টার।