Last Updated: Sunday, November 3, 2013, 19:47
এতদিন পর্যন্ত শুধুমাত্র ব্ল্যাকবেরি ফোন থাকলেই ব্যবহার করা যেত ব্ল্যাকবেরি ম্যাসেঞ্জার(বিবিএম)। মাত্র এক সপ্তাহ আগেই অ্যান্ড্রয়েড, আএওএস ফোনের জন্যও খুলে দেওয়া হয়েছে ব্ল্যাকবেরি ম্যাসেঞ্জার। আর এই এক সপ্তাহের মধ্যেই সারা বিশ্বে বিবিএম ইউজারের সংখ্যা ৫৫ মিলিয়ন থেকে পৌঁছে গেছে ৮০ মিলিয়নে। ব্ল্যাকবেরি জানিয়েছে, শুধু প্রথম দিনেই ১০ মিলিয়ন ইউজার ডাউনলোড করেছে বিবিএম।