বিহার বন্যা - Latest News on বিহার বন্যা| Breaking News in Bengali on 24ghanta.com
 বিহারের বন্যায় মৃত ১৯০

বিহারের বন্যায় মৃত ১৯০

Last Updated: Friday, September 6, 2013, 23:52

বিহারের বন্যা প্রভাবিত ১২টি জেলা আকাশ পথে ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এখন পর্যন্ত বন্যা কেড়ে নিয়েছে ১৯০টি প্রাণ। পরিদর্শণের পর মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, বন্যার ক্ষতিপূরণে রাজ্য সরকার সমস্ত রকম ব্যবস্থা নিয়েছে। বর্ষা বাড়লে তার মোকাবিলায় পর্যপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও আশ্বস্ত করেছেন নীতীশ কুমার।