Last Updated: Sunday, July 7, 2013, 21:05
দীর্ঘ ১১ মাস, এই বাড়ি জমজমাট। খবরের শিরোনামে সবসময়। কমিশনকে ঘিরে হৈ হৈ এখনও চলছে। আজও এ বাড়ি জমজমাট। তবে খবরের শিরোনামে নয়। আজ কমিশনের বাড়িতে বিয়ের আয়োজন। টানা ১১ মাসের বেশিরভাগ দিনই কোনো না কোনো ঘটনায় হৈ হৈ হয়েছে রডন স্ট্রিটের এই বাড়িতে। মাত্র কয়েকদিন আগে সুপ্রিম কোর্টের রায়ের পর কিছুটা হলেও লোক জন আসায় কিছুটা হলেও ভাঁটা পড়েছে।