Last Updated: Thursday, April 26, 2012, 14:13
কথা দিয়ে কথা রাখার ব্যাপারেও অনন্য নজির গড়লেন `টি-টাউন`-এর মিস্টার পারফেকশনিস্ট। পূর্ব পরিচিত এক অটোচালকের ছেলের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকতে সটান বেনারস পাড়ি দিলেন আমির। অনুষ্ঠানের পাত্র, রাজীব, যথারীতি বাগরুদ্ধ।