Last Updated: Sunday, December 18, 2011, 17:10
জন বার্লাকে বহিষ্কারের পর প্রথমবার ডুয়ার্সে এসে বিক্ষোভের মুখে পড়লেন
আদিবাসী বিকাশ পরিষদের রাজ্য সভাপতি বীরসা তিরকে। আজ কালচিনিতে জনসভা করতে
গিয়েছিলেন বিরসা। কিন্তু পৌঁছনোর পরই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন
বার্লার সমর্থকেরা।