Last Updated: Monday, October 29, 2012, 21:05
লক্ষ্মীপুজোয় মাল্টিপ্লেক্সে ছবি দেখতে গেলেন বিমান বসু। সঙ্গে সূর্যকান্ত মিশ্র। ছবির নাম চিটাগাং। হল থেকে বেরিয়ে ছবির অকুণ্ঠ প্রশংসাতো করসেনই, রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে চিটাগাং দেখানোর ব্যবস্থা করা উচিত বলেও মন্তব্য করেন বিমান বসু।