Last Updated: Thursday, September 5, 2013, 21:42
সত্তরোর্ধ এক ব্যক্তির শরীরে ধমনীজনিত রোগের চিকিৎসায় বিরল সাফল্য পেল বেলভিউ হাসপাতাল। জটিল এই রোগের সংক্ষিপ্ত নাম এএএ। কোনও আগাম পূর্বাভাস বা উপসর্গ ছাড়াই এ রোগ মানুষকে মৃত্যুর মুখে ঠেলতে পারে। হাতের নাগালে এমন এক রোগের চিকিৎসা মেলায় এবার কিছুটা স্বস্তিতে শহরবাসী।আপনি কি ষাটোর্ধ পুরুষ? মাঝেমধ্যেই কি শরীরের বিভিন্ন অংশে বা পেটে অসহ্য যন্ত্রণা বোধ করেন? কোষ্ঠকাঠিন্যের মত কোনও রোগ কি আপনাকে লাগাতার কাবু করে রাখে? সামান্য অসুখ ভেবে অবহেলা করলে এর ফল হতে পারে মারাত্মক। যাকে আপনি ব্যাথা বলে মনে করছেন, তা হয়তো ধমনীর অস্বাভাবিক বৃদ্ধিজনিত অসুখ। যার পোষাকি নাম এরোটিক অ্যানেরিসম। তবে দুশ্চিন্তার কারণ নেই। কলকাতার বেল ভিউ হাসপাতালে অত্যাধুনিক প্রযুক্তি ইভিএআর এর মাধ্যমে এর চিকিৎসায় সাফল্য মিলল। ৭১ বছরের উদয়ন দাশগুপ্ত আরোগ্য লাভ করলেন এখানেই।