Last Updated: Wednesday, March 13, 2013, 21:03
আজ শ্রীরামকৃষ্ণদেবের ১৭৭ জন্মতিথি। সকাল থেকেই বেলুড়মঠে ছিল অসংখ্য দর্শনার্থীর ভিড়। প্রভাত ফেরি দিয়ে শুরু করে সারাদিন ধরেই চলে নানা অনুষ্ঠান। একই ছবি দেখা গেছে ঠাকুরের জন্মভিটে কামারপুকুরেও। অসংখ্য দর্শনার্থী ভিড় করেন কামারপুকর রামকৃষ্ণ মিশন মঠে। শিব জ্ঞানে জীব সেবার অমৃত বানী শুনিয়েছিলেন তিনি। জীবন সায়াহ্নে বলেছিলেন চৈতন্য হোক সবার। সরল, অনাড়ম্বর জীবনের মধ্যে দিয়ে আধ্যাত্মিক পথে চলার নতুন দিশা দেখিয়েছিলেন। তাঁর জন্মতিথিতে উপলক্ষে বেলুড়মঠে বিশেষ পুজোর আয়োজন করা হয়।