বোম্বে গ্রুপের রক্ত - Latest News on বোম্বে গ্রুপের রক্ত| Breaking News in Bengali on 24ghanta.com
৬০ বছর বয়সে জানা গেল শরীরে বইছে `বোম্বে` গ্রুপের রক্ত

৬০ বছর বয়সে জানা গেল শরীরে বইছে `বোম্বে` গ্রুপের রক্ত

Last Updated: Saturday, January 12, 2013, 12:30

বেসরকারি থেকে সরকারি সব ব্লাড ব্যাঙ্কে ঘুরেও মিলছিল না ব্লাড গ্রুপ। বাঁশদ্রোণীর উমা দেবী শর্মা। যকৃতে ক্যান্সার আক্রান্ত উমা দেবীর শরীরে হিমোগ্লোবিনের পরিমান বেড়ে যাওয়ায় প্রয়োজন হয় রক্তের। রক্তের সন্ধানে নেমেই বিপাকে পড়েন তাঁর পরিবার। কোনও গ্রুপের রক্তের সঙ্গেই মিলছিল না উমাদেবীর রক্ত। শেষমেষ নানা পরীক্ষা নিরীক্ষার পর ধরা পড়ে আসল রহস্য। জানা যায় উমা দেবীর শরীরে রয়েছে অতি বিরল `বোম্বে` গ্রুপের রক্ত। উমা দেবী ছাড়া এই রাজ্যে আর মাত্র চারটি পরিবারে এই বিরল রক্তের গ্রুপ রয়েছে বলে জানিয়েছেন চিকিত্‍সকরা।