Last Updated: Wednesday, July 31, 2013, 22:05
যাদবপুরের এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে অসমে। এমনই অভিযোগ ব্যবসায়ীর পরিবারের। এই ঘটনায় পরিবারের তরফে যাদবপুর থানায় অভিযোগ জানানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছেন লালবাজারের গোয়েন্দারা। তবে উজ্জ্বল মজুমদার আদৌ ব্যবসায়ী কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে পুলিসের। পরিবারের সদস্যদের বক্তব্যে অসঙ্গতি রয়েছে বলে পুলিস সূত্রের খবর।