Last Updated: Wednesday, October 17, 2012, 15:15
জীবনের র্যাম্পে একসঙ্গে পথ চলেতে চলতেই সাহস জুটিয়ে ফ্যাশন র্যাম্পে নেমে পড়েছিলেন শ্যামল-ভূমিকা। ২০০৬ সালের নভেম্বর মাসে দুরুদুরু বুকে আত্মপ্রকাশ ল্যাকমে ইন্ডিয়া ফ্যাশন উইকে। স্বপ্ন একটাই। নিজেদের ডিজাইনের মাধ্যমে ইন্ডিয়ান ব্রাইডাল ফ্যাশনকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া।