ভবানীপুর ক্লাবতাঁবু - Latest News on ভবানীপুর ক্লাবতাঁবু| Breaking News in Bengali on 24ghanta.com
আইএফএ-র বিরুদ্ধে `যুদ্ধে` ছোট ক্লাবেরা

আইএফএ-র বিরুদ্ধে `যুদ্ধে` ছোট ক্লাবেরা

Last Updated: Tuesday, November 6, 2012, 20:18

এবার আইএফএ-র বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করতে চলেছে কলকাতা লিগে খেলা ছোট ক্লাবগুলি। প্রতি বছর আইএফএ-র বদান্যতায় ঘরোয়া লিগ দীর্ঘ থেকে দীর্ঘতর হয়। যার ফলে ছোট দলগুলির বাজেট সাধ্যের বাইরে চলে যায়। এই সমস্যা থেকে বেরিয়ে আসতে কলকাতার আইলিগের ক্লাবগুলি বাদে বাকি ষোলটি ক্লাবের পক্ষ থেকে প্রতিনিধিরা এদিন বৈঠকে বসেছিলেন ভবানীপুর ক্লাবতাঁবুতে।