Last Updated: Wednesday, July 17, 2013, 22:51
নিজের ৫ মেয়ে ও নাতনিকে লাগাতার ধর্ষণ করার অভিযোগে ৬৪ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিস। ধৃত ব্যক্তির নাম বাবুলাল ধাকার। বুধবার ভরতপুরের বায়ান শহর থেকে তাকে গ্রেফতার করে পুলিস। বাবুলালকে সমর্থন করার জন্য তার স্ত্রী শকুন্তলাকেও গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন বায়ান পুলিশ স্টেশনের এসএইচও অশোক চৌহান। ধৃতদের ৩১ জুলাই পর্যন্ত আইনি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় আদালত।