ভানুরেখা গণেশন - Latest News on ভানুরেখা গণেশন| Breaking News in Bengali on 24ghanta.com
আটান্ন বসন্ত পেরিয়ে চিরযৌবনা রেখা

আটান্ন বসন্ত পেরিয়ে চিরযৌবনা রেখা

Last Updated: Wednesday, October 10, 2012, 15:22

আটান্নতে পা দিলেন রাজ্যসভার সাংসদ ভানুরেখা গণেশন। তিনি ভারতীয় সিনেমার মায়া। তিনিই ভারতীয় ছবির প্রথম চাঁদনি। পৃথুলা থেকে চাবুকের মতো ধারালো হয়ে ওঠার নজিরে তিনি অদ্বিতীয়া।