Last Updated: Saturday, June 8, 2013, 18:09
সম্প্রতি সেন্ট্রাল মনিটারিং সিস্টেম(সিএমএস) চালু করে কেন্দ্র সরকার। কাজ, গোটা দেশের ফোন ও ইন্টারনেট ব্যবস্থার ওপর নজর রাখা। কিন্তু তথ্যপ্রযুক্তির নিরাপত্তার স্বার্থে চালু হওয়া এই ব্যবস্থায় আপত্তি জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলি। এ ছাড়াও খবরে প্রকাশ `ইউএস ন্যাশানাল সিকিউরিটি এজেন্সি` নামক এক মার্কিন সংস্থা এই পুরো তথ্যগুলি নিরীক্ষণ করবে। তাঁদের আশঙ্কা এর জেরে নাগরিকদের গোপনীয়তার স্বাধীনতা নষ্ট হচ্ছে।