Last Updated: Wednesday, July 3, 2013, 20:04
বাইশ বছর আগে বড় মেয়ে পূজা ভটকে নিয়ে দিল হ্যায় কি মানতা নহি বানিয়েছিলেন মহেশ ভট। বাইশ বছর পর ভূষণ কুমারের সঙ্গে যৌথভাবে প্রযোজনা করতে চলেছেন দিল হ্যায় কি মানতা নহির রিমেক। শোনা যাচ্ছে এবার বড় মেয়ের জায়গায় ছোট মেয়ে আলিয়া ভটকেই নায়িকা হিসেবে ভাবছেন মহেশ। যদিও ভূষণ কুমারের পছন্দ শ্রদ্ধা কপূর।