Last Updated: Wednesday, September 5, 2012, 14:42
শিবকাশীর বাজি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ছ'জনকে গ্রেফতার করা হল। সেই বাজি কারখানার মালিককে গ্রেফতার করা হয়।
তামিলনাড়ুর শিবকাশীর কাছে মুদালিপেট্টিতে একটি বাজি তৈরির কারখানায় ভয়াবহ
আগুন লেগে ৩০ জনের মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে।