মণিগীপা - Latest News on মণিগীপা| Breaking News in Bengali on 24ghanta.com
পুলিস চাইলে মণিদীপার মৃত্যু এড়ানো যেত, মনে করছেন সহপাঠীরা

পুলিস চাইলে মণিদীপার মৃত্যু এড়ানো যেত, মনে করছেন সহপাঠীরা

Last Updated: Friday, October 11, 2013, 20:35

আর্মহার্স্ট স্ট্রিট থানা আগে ব্যবস্থা নিলে হয়তো ছাত্রীর আত্মহত্যার ঘটনা এড়ানো যেত। এমনটাই মনে করছে বিদ্যাসাগর কলেজের ছাত্র-ছাত্রীরা। কারণ গতবছরই এই অভিষেক মিশ্রর বিরুদ্ধে টাকা নিয়েও ভর্তি না করিয়ে দেওয়ার একটি অভিযোগ দায়ের হয়েছিল। পরে মারামারির একটি ঘটনায় অভিষেককে পুলিস গ্রেফতারও করে। কিন্তু শেষ পর্যন্ত কার্যত ওসি-র উদ্যোগেই সেই জালিয়াতির মামলা থেকে রেহাই দেওয়া হয় অভিষেক মিশ্রকে। আর তার পরে এই ঘটনা।