Last Updated: Sunday, October 27, 2013, 19:45
সরকারি হাসপাতালে চলছে মদ্যপান। সঙ্গে রান্না বান্না করে দেদার খানা পিনা। তাও আবার হাসপাতালের জরুরি বিভাগেই। এই ছবি খোদ কলকাতার বুকে আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালের। ২৪ ঘণ্টার গোপন ক্যামেরায় ধরা পড়ল আরজিকরে শাসকদলের ছত্রছায়ায় থাকা স্বাস্থ্যকর্মীদের মোচ্ছবের ছবি।