Last Updated: Thursday, November 22, 2012, 18:44
এখনও সইফ-করিনার বিয়ের হ্যাং কাটিয়ে উঠতে পারেনি বলিউড। তার মধ্যেই কাউন্টডাউন শুরু হয়ে গেছে বিদ্যার বিয়ের। একজন বিয়ে করেছেন নবাব পুত্রকে। অন্যজন উচ্চপদস্থ মিডিয়া পার্সনকে। একজন শাশুড়ির শারারায় মাল্যাদান করেছেন, তো অন্যজন গাঁটছড়া বাঁধবেন ট্রাডিশনাল মাদ্রাজি সিল্কে।