Last Updated: Wednesday, May 29, 2013, 11:46
আজ থেকে পঞ্চায়েত ভোটের প্রথম দফার জন্য মনোনয়ন পত্র জমা দেবেন প্রর্থীরা। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে সকাল এগারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত মনোনয়ন পত্র জমা দিতে পারবেন প্রার্থীরা। এদিনই প্রার্থীদের জমা দিতে হবে তাদের সম্পত্তির হিসেবও। তবে তা হলফনামায় না দিয়ে সাদা কাগজে দিলেও হবে বলে জানিয়েছেন কমিশনার মীরা পাণ্ডে। পাশাপাশি রাজ্যসরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আজ থেকেই এসডিও এবং বিডিও অফিসে থাকছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা।