Last Updated: Friday, October 26, 2012, 16:41
বিদেশমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন এস এমকৃষ্ণা। রবিবার মন্ত্রিসভার রদবদল প্রায় নিশ্চিত। মন্ত্রিসভা থেকে বাদ পড়ার সম্ভাবনা মাথায় রেখেই তাঁর এই সিদ্ধান্ত বলে মনে করছে রাজনৈতিক মহল। উল্লেখযোগ্যভাবে, সম্প্রতি পূর্ব পরিকল্পিত লাওস সফরও বাতিল করেন কৃষ্ণা। যদিও বিদেশ মন্ত্রকের তরফে এই ইস্তফার কোনও ব্যখ্যা দেওয়া হয়নি।