Last Updated: Saturday, August 4, 2012, 21:47
লন্ডন অলিম্পিকের কারি ক্যাপিটল। স্বভাবতই, অলিম্পিক মরসুমে বিক্রি বাড়ার আশায় সেজে উঠেছিল লন্ডনে বাঙালি খাবারের আস্তানা ব্রিক লেন। কিন্তু অলিম্পিক শুরু হলেও, দেখা নেই বাড়তি নতুন ক্রেতার। লন্ডন অলিম্পিকের কারি ক্যাপিটালের এই করুণ ছবিটাই ব্রিটেনের আর্থিক সঙ্কটের ছবিটা আরও একবার সামনে এনে দিয়েছে।