মহম্মদ সইদ - Latest News on মহম্মদ সইদ| Breaking News in Bengali on 24ghanta.com
হাওড়ায় ভোটের পরেও চলছে হামলা

হাওড়ায় ভোটের পরেও চলছে হামলা

Last Updated: Monday, June 3, 2013, 23:26

লোকসভা উপনির্বাচনের ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার পরেও হামলার ঘটনা হাওড়ায়। নির্বাচন কমিশনের মাইক্রো অবজার্ভার হিসাবে কাজ করায় হাওড়ার লিচুবাগানে হামলা হল এক যুবকের বাড়িতে। হামলায় রক্তাক্ত হলেন যুবকের মা। ভাঙচুর করা হয় আসবাবপত্র। রবিবার রাতেই তালা লাগিয়ে দেওয়া হয়েছিল মহম্মদ সাইদ নামে ওই যুবকের চেম্বারে। বাম সমর্থক হওয়াতেই তাঁরা শাসকদলের হামলার শিকার, অভিযোগ আক্রান্ত হামিদা বিবির।