Last Updated: Sunday, December 1, 2013, 19:11
মহাকরণের হোম পাবলিকেশন বিভাগে কেরোসিন তেল কাণ্ডে নয়া মোড়। ধৃত কিটনাশক সংস্থার কর্মী জ্যোর্তিময় নন্দীকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেল পুলিস। জেরায় ধৃত যুবক পুলসকে জানিয়েছেন, মহকরণের ওই বিভাগে দীর্ঘদিন ধরে কিটনাশক ছড়ানোর কাজ করেন তিনি। কিটনাশকটি কেরোসিন তেলের সঙ্গে মিশিয়ে স্প্রে করতে হয়। প্রতি সপ্তাহে শুক্রবার তাঁর কিটনাশক ছড়ানোর দিন। কারণ শনিবার, রবিবার মহাকরণ ছুটি থাকে। কিটনাশকের ঝাঁঝ সোমবারের মধ্যে লঘু হয়ে যায়।